দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ ১ বিজেপি প্রার্থী
দীপঙ্কর গোস্বামীঃ মালদাঃ রবিবার রাতে দলীয় নির্বাচনী জনসভা শেষ করে বাড়ি যাওয়ার সময় দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা গুলিবিদ্ধ হন।
বর্তমানে গোপাল চন্দ্র সাহা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর বিজেপির কর্মী-সমর্থকেরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পুরাতন মালদা থানার চৌরঙ্গী মোড় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পথ অবরোধ করে রাখে।
বিক্ষিপ্ত বিজেপি কর্মীদের দাবী, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে আর যদি তা না করা হয় তাহলে তাদের এই পথ অবরোধ কর্মসূচী চলবে।