স্নেহাশীষ মুখার্জিঃঃ নদীয়াঃ ভোট-পরবর্তী হিংসা অব্যাহত। বাড়ির সামনে থেকেই বিজেপি কর্মী দিলীপ কীর্তনীয়ার (৩১) দেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি নদীয়ার চাকদহ থানার অন্তর্গত উত্তর এনায়েতপুর মন্ডলপাড়ার ঘটনা।
https://www.youtube.com/watch?v=3tFNPBZ3DLg
পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে দিলীপকে তৃণমূলের অঞ্চল সভাপতি দুলাল মন্ডলের লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপরেই ভোরবেলা খোঁজাখুঁজি করতে তার দেহ বাড়ির উঠোনের কাছে পড়ে রয়েছে দেখা যায়।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=Y4d78Hhh6FU
এই ঘটনার পর উত্তেজিত জনতা দুলাল মন্ডলের ঘর-বাড়ি ভাঙচুর করে। অবশ্য তিনি ঘটনার পর থেকেই পলাতক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ানোর পাশাপাশি শোকের ছায়া নেমে আসে।
Sponsored Ads
Display Your Ads Hereরবিবার বিজেপি কর্মী মৃত্যুর ঘটনার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক শিমুরালী চৌমাথা অবরোধ করে বিজেপি কর্মীরা।