ফের একই এলাকায় বিজেপি কর্মীর ওপর হামলা করা হলো
স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ নদীয়ার শান্তিপুর বিধানসভা এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের মৌচাক কলোনীতে বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করে হাত পা বেঁধে পুকুরের পাশে ফেলে রাখার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
স্থানীয় একটি পুকুরের ধার থেকে গুরুতর জখম অবস্থায় বিজেপি কর্মী রাজা দেবনাথকে উদ্ধার হয়। পরিবারের দাবী, তৃণমূলের দুষ্কৃতীরা রাজাকে মারধর করে হাত-পা বেঁধে পুকুরের পাশে ফেলে রাখে। রাজাকে এক টোটো চালক ও বেশ কয়েকজন মিলে উদ্ধার করে।
ঘটনার খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়। ইতিমধ্যে ওই আহত বিজেপি কর্মী রাজাকে চিকিৎসার জন্য শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই এলাকাতেই বেশ কয়েক ঘণ্টা আগে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা উপস্থিত হয়। আহত বিজেপি কর্মীকে ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়।