অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ শ্বশুরবাড়ির লোকের হাতে জামাই ছুরিকাহত হওয়ার ঘটনায় উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের ভেরস্থান এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আহত ব্যক্তির নাম মহম্মদ রাশিদ।
https://www.youtube.com/watch?v=Lk6CfUs32Xw
এই ঘটনার পাশাপাশি শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে জামাইয়ের বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। ধারালো চাকুর আঘাতে গুরুতর জখম মহম্মদ রাশিদকে তার বোন মঞ্জুমা খাতুন ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। মহম্মদ রাশিদের পিঠে ও পেটে জখম রয়েছে। বর্তমানে মহম্মদ রাশিদ ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
ইসলামপুর মহকুমা হাসপাতালে উপস্থিত মঞ্জুমা খাতুন জানিয়েছেন, “পারিবারিক বিষয়ের ঘটনাকে কেন্দ্র করে তার একমাত্র ভাই মহম্মদ রাশিদের স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকেরা বাড়িতে এসে মারধর করে চাকু মেরেছে। বাড়ি-ঘরেও প্রচুর ভাঙচুর চালিয়েছে। স্থানীয়রা কেউ তার ভাইকে বাঁচাতে এগিয়ে আসেনি। কিন্তু এই ঘটনায় গোয়ালপোখর থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে মঞ্জুমা খাতুন জানিয়েছেন”।