বিজেপিকে আত্মনির্ভর হবার পরামর্শ অধীর চৌধুরীর
চয়ন রায়ঃ কলকাতাঃ এবার রাজ্য বিজেপি নেতাদের আত্মনির্ভর হবার পরামর্শ দিলেন অধীর চৌধুরী। বুধবার তিনি কলকাতা প্রেস ক্লাবে মিট দ্য প্রেস আলোচনায় দিলীপ ঘোষদের এই রকম পরামর্শ দিলেন। এর পাশাপাশি প্রদেশ কংগ্রেস রাজ্যে আত্মনির্ভর বলে জানান বহরমপুরের সাংসদ।
উল্লেখ্য, প্রায় প্রতিদিন অমিত শাহ ও জেপি নাড্ডা রাজ্যের বিধানসভা নির্বাচনে আসছেন। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় প্রচারে আসছেন। সেই প্রসঙ্গে বক্তব্য রাখার সময় অধীর চৌধুরী বলেন, “বাংলায় বিজেপি নেতারা আত্মনির্ভর নয়। তাই প্রতিদিন দিল্লি থেকে নেতাদের প্রচারের জন্য ছুটে আসতে হচ্ছে। আর রাজ্য বিজেপি নেতারাও কথায় কথায় দিল্লির নামও নেন। এইভাবে আত্মনির্ভর না হলে সংগঠন চলে না বলে দিলীপ ঘোষের কটাক্ষ করলেন অধীর চৌধুরী”।
বাংলায় তৃতীয় দফার নির্বাচন হয়ে গিয়েছে। প্রদেশ কংগ্রেস নেতারা মানুষের সমর্থন আদায় করেছে। দিল্লির নেতারা অবশ্যই প্রচারে আসবেন। কিন্তু প্রদেশ কংগ্রেসকে দিল্লি নির্ভর হতে হয়নি বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।