দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর আক্রমণের প্রতিবাদে বাঁকুড়া সদর থানার গেট ঘেরাও করে জেলা বিজেপির তরফ থেকে বিক্ষোভ কর্মসূচী পালন করা হলো।
গতকাল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কোচবিহারের শীতলকুচি এলাকায় দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারে গিয়ে ফিরে আসার সময় আচমকা তাঁর গাড়ির কনভয়ে দুষ্কৃতীরা আক্রমণ চালায়। বিজেপি নেতৃত্বের দাবী, অনেকেই বোমার আঘাতে আহত হয়েছেন।
https://www.youtube.com/watch?v=JU2nMEUFBqs
Sponsored Ads
Display Your Ads Hereবিজেপি এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচী পালন করছে। আজ এই প্রতিবাদ কর্মসূচীতে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী নীলাদ্রি শেখর দানা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব বাঁকুড়া সদর থানায় বিক্ষোভ দেখান।
আগামী দিনে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর আক্রমণের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব।