অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ পুনরায় কলকাতার গার্ডেনরিচের বৈদ্যুতিন সামগ্রীর গুদামে ভয়াবহ আগুন লাগে। পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এই অগ্নিকাণ্ডের জেরে এলাকাময় তীব্র চাঞ্চল্য তৈরী হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ প্রায় সাড়ে ১২ টা নাগাদ গার্ডেনরিচে এফসিআইয়ের একটি গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর দমকল বাহিনীকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দমকলের মোট ৬ টি ইঞ্জিন এসে পৌঁছায়। কিন্তু গুদামে বৈদ্যুতিন সামগ্রী থাকায় অতি দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এমনকি এই আগুন পাশের গুদামেও লেগে যায়। দমকল আধিকারিকদের তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়।
দমকল আধিকারিকরা জানিয়েছেন, “যুদ্ধকালীন তত্পরতায় কাজ চলছে। কিন্তু অগ্নিকাণ্ডের উত্সস্থল বোঝা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে, শট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ড ঘটেছে”। গুদামের ভিতর প্রবেশ করতে না পারায় এখনো কোনো হতাহতের খবর জানা যায়নি।