আন্দুল রোডের ধারে ভয়াবহ অগ্নিকাণ্ড
অমিত জানাঃ হাওড়াঃ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাওড়ার মৌড়িগ্রামের কাছে আন্দুল রোডে। এখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের উল্টো দিকে একটি গাড়ি পার্কিং করার জায়গায় দুটি গাড়িতে আগুন লাগে।
জানা গিয়েছে, আজ মঙ্গলবার দুপুর বারোটার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি তেল বোঝাই ট্যাঙ্কারে আগুন লাগে। আর তার পাশে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্যাঙ্কারেও আগুন লাগে। তেল বোঝাই ট্যাঙ্কারটি ফেটে ভয়ানক আওয়াজ হতে থাকে। প্রায় পঞ্চাশ ফুট উঁচু পর্যন্ত আগুনের লেলিহান শিখা জ্বলতে থাকে। মূহূর্তের মধ্যে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে ইন্ডিয়ান অয়েলের কর্মীরা ও অফিসাররা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা সেখান থেকে পাইপে করে জল নিয়ে এসে ঘটনাস্থলে আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রথমে দমকলের একটি ইঞ্জিন এবং পরে দমকলের আরো দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। প্রায় এক-দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী গনেশ খামারি জানান, “দুটি গাড়ির চালক ও খালাসি খাবার জন্য গাড়ি রেখে খেতে যায়। তখন শর্টসাকিট কিংবা অন্য কোনো কারণে আগুন লেগে যায়। দুটি গাড়ি সম্পূর্ণ ভাবে পুড়ে যায়। পিছনের ঘাসের জঙ্গলে আগুন ছড়িয়ে পড়ে। আগুন বেশী ছড়িয়ে পড়লে তা ভয়াবহ আকার ধারণ করতে পারত। কিন্তু দমকল কর্মী এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কর্মী সহ অফিসারদের তৎপরতায় আগুন আয়ত্তে আনা সম্ভব হয়েছে”।
যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর নেই। অগ্নিকাণ্ডের সময় বেশ কিছুক্ষণ আন্দুল রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ ও র্যাফ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। কি করে আগুন লাগলে তা জানতে দমকল আধিকারিকরা তদন্ত শুরু করেছে।