বাঁশ নিয়ে গ্রাম ছাড়া করলো প্রার্থী সুজাতা মন্ডলকে
সুজয় খানঃ হুগলীঃ হুগলীর আরামবাগের আরান্ডিতে তৃণমূল-বিজেপি ধুন্ধুমার। এলাকার তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল প্রবেশ করা মাত্রই তাকে বাঁশ হাতে গ্রাম থেকে বিতারিত করলো গ্রামবাসীরা।
বিজেপি কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলল তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। এমনকি তাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করার পাশাপাশি তার গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেন।
অপরদিকে গ্রামবাসীরা জানিয়েছেন, তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।