নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গতকাল রাত প্রায় ৯ টা নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তরবঙ্গ। এরপর ফের আজ সকাল ৭ টা ৭ মিনিটে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা ভূমিকম্পে কেঁপে ওঠার পর পুনরায় মাত্র সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে ১০ টা ৪০ মিনিটে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভূমিকম্প দেখা গেল। বাদ পড়েনি মালদা সহ উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরও। ভূমিকম্পের তীব্রতার আতঙ্কে মানুষজন ঘর-বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, গতকাল রাতে ৫.১ মাত্রার ভূমিকম্প উত্তরবঙ্গের কয়েকটি জেলা সহ সিকিমেও অনুভূত হয়েছিল। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারত-ভুটান সীমান্তের পেডং। আর আজ সকালে ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৪.১ মাত্রায় ছিল। ভূমিকম্পের কেন্দ্র ছিল জলপাইগুড়ি জেলার বিন্নাগুড়ি এলাকা। ভূমিকম্প ৭-৮ সেকেন্ড স্থায়ী ছিল।
যদিও এখনো পর্যন্ত এই দুটি ঘটনায় কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। কিন্তু পর পর দুটি ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আবহবিদ্রা মনে করছেন, আজ সকালের ভূমিকম্প গতকালের ভূকম্পনের আফটার শক্ ছিল।