অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ একটি নাম সংকীর্তন অনুষ্ঠানের পাশে মদের আসরে বন্ধুদের সাথে বচসায় খুন হলো এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার মহারাজা এলাকার নাজিরপুর গ্রামে। নাজিরপুর গ্রামেরই বাসিন্দা মৃত যুবকের নাম দেবাশীষ গুপ্ত (২৫)।
গতকাল গভীর রাতের এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে মৃতদেহ পড়ে থাকতে দেখে রায়গঞ্জ থানার পুলিশকে খবর দেন। দ্রুত রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার মহারাজা এলাকার নাজিরপুর গ্রামে একটি নাম সংকীর্তন অনুষ্ঠান চলছিল। রাতভর একদল যুবক এই অনুষ্ঠানের কাছে পিঠেই মদের আসর বসিয়েছিল। সেখানেই দেবাশীষ গুপ্ত নামে ওই যুবককে শ্বাসরোধ করে খুন করা হয়। ভারী কিছু দিয়ে মৃতের নিম্নাঙ্গ থেঁতলে দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=3WhmiT8-lxk
মৃত যুবক দেবাশীষের মায়ের অভিযোগ, “দুদিন আগেই তার ছেলেকে কয়েকজন যুবক খুব মারধর করে। স্থানীয় মহারাজা হাসপাতালে ভর্তিও হয়েছিল। শুক্রবার সে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসে। এরপর রাতে তারা বাড়ির গেটে তালা লাগিয়ে দিয়ে খেয়ে শুয়ে পড়েন। তারপর রাতের অন্ধকারে দুষ্কৃতীরা গেটের তালা ভেঙে দেবাশীষকে তুলে নিয়ে গ্রামেরই এক জায়গায় মদের আসরে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে”।
Sponsored Ads
Display Your Ads Hereশনিবার সকালে নাজিরপুর গ্রামে একটি মদের আসর থেকে দেবাশীষের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নাজিরপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা সহ বিশাল পুলিশ বাহিনী ছুটে আসেন। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। এদিকে মৃত যুবক দেবাশীষের মা ছেলের খুনীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবী জানিয়েছেন।