নিজস্ব সংবাদদাতাঃ অসমঃ গতকাল অসমে দ্বিতীয় দফার ভোট ছিল। এরই মধ্যে অসমের পাথরকান্ডির বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের গাড়িতে ইভিএম মেশিন নিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে অসমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
সূত্রের খবর অনুযায়ী জানা যায়, গতকাল রাতে অসমের বরাক উপত্যকায় AS10B0022 নম্বরের একটি বোলেরো গাড়ির ভিতরে পিছনের দিকে ইভিএম মেশিন দেখা গেছে। গাড়িটি ইন্দিরা এমভি স্কুলের ১৪৯ নম্বর বুথের ইভিএম মেশিন নিয়ে ফিরছিল। গাড়ির নম্বর প্লেটটি দেখেই বিরোধীদের দাবী যে গাড়িটি বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের। এই ঘটনাটির ভিডিও শেয়ার করেছেন প্রিয়ঙ্কা গান্ধী।
Priyanka Gandhi Vadra
প্রিয়ঙ্কা গান্ধী জানান, এই ঘটনার পর দ্রুত নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ নেওয়া উচিত। নির্বাচন কমিশন ভোটের কাজের জন্য কিভাবে বিজেপি প্রার্থীর গাড়ি ব্যবহারের অনুমতি দেয়? সেই নিয়েও প্রশ্নও তুলেছেন সোনিয়া কন্যা।
Rahul Gandhi
এই ঘটনাটির পর থেকেই অসমের করিমগঞ্জে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধীরা ক্ষোভে ফেটে পড়েন। উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়। এমনকি শূন্যে গুলিও চালানো হয়।
ইতিমধ্যেই নির্বাচন কমিশন পুনরায় ওই বুথে নির্বাচনের নির্দেশ দিলেন। এর পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত চার জন ভোট কর্মীকেও সাসপেন্ডও করা হয়েছে।