নির্বাচনের দ্বিতীয় দফায় উত্তপ্ত বড়জোড়া
দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ ভোটে অশান্তি ছড়ালো বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা কেন্দ্রের ভট্টপাড়া প্রাথমিক বিদ্যালয়।
অভিযোগ ওঠে যে, ভোটাররা ভট্টপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ২০৫ ও ২০৬ নম্বর বুথ এলাকায় ভোট দিতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয়ে বিজেপি কর্মী সমর্থকদের প্রচণ্ড মারধর করে।
একটি টোটো করে কয়েকজন বুথের মধ্যে ভোট দিতে যাচ্ছিল। সেই সময় তাদের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাধা দেয়। পরে বাড়িতে ঢুকে এক মহিলাকে মারধর করে বলেও বিজেপি কর্মীদের অভিযোগ। এও অভিযোগ করা হয় যে রাজ্য পুলিশও এই তৃণমূল কর্মীদের সঙ্গে মিলে বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা চালায়।
কিন্তু তৃণমূল এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।