মমতা যাওয়ার পরই উত্তপ্ত নন্দীগ্রামের বয়াল
চয়ন রায়ঃ পূর্ব মেদিনীপরঃ আজ সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় গন্ডগোলের খবর উঠে আসছিল। আর নন্দীগ্রামের বয়াল এলাকায় সকাল থেকে তৃণমূল ও বিজেপি উভয় রাজনৈতিক দলের তরফ থেকে বিভিন্ন ধরনের গন্ডগোলের অভিযোগ উঠেছিল।
সমস্ত অভিযোগের ঘটনায় বয়ালের বুথ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে নন্দীগ্রামের ওই বয়াল এলাকা। মমতা বুথের মধ্যে প্রবেশ করার পরই বুথের বাইরে তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়।
এই উত্তেজিত পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়নের পাশাপাশি এলাকায় র্যাফ নামানো হয়।