ইসমাইলচকে্ বিজেপির পোলিং এজেন্টকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়
দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ বাঁকুড়ার ইসমাইলচক্ ধান্যঘোরী প্রাথমিক বিদ্যালয়ের ২৫৬ ও ২৬৫ A এই দুটি বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে না দেওয়ায় খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা করা হয়।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, বিজেপির নির্বাচনী পোলিং এজেন্টকে বুথে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ উঠল বাঁকুড়ার কোতুলপুর বিধানসভা কেন্দ্রের ইসমাইলচক্ ধান্যঘোরি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ ওঠে যে, আজ সকালে এখানে বিজেপির পোলিং এজেন্ট ঢোকার চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে তৃণমূল কর্মীরা বুথের বাইরে বের করে দেয়।
এরপর বিজেপির পোলিং এজেন্ট ছাড়াই ওই বুথে তৃণমূল এবং কংগ্রেসের পোলিং এজেন্ট নিয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়।