মমতা ভোটারদের ভয় দেখাচ্ছেন অভিযোগ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের
অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ “পরাজয়ের ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের ভয় দেখাতে শুরু করেছেন”। বুধবার কলকাতায় নির্বাচন কমিশনের দপ্তরে এই অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এদিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন।
উল্লেখ্য যে, গত বেশ কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব বলছেন, “কেন্দ্রীয় বাহিনী আর মাত্র কয়েক দিন থাকবে। এরপর রাজ্য পুলিশ সবটা সামলাবে। তাই কেন্দ্রীয় বাহিনী নিয়ে বড়ো বড়ো কথা বলা একদম ঠিক নয় বলে জানান তৃণমূল নেতৃবৃন্দ”।
সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, “তৃণমূল পরাজয়ের ভয় দেখাচ্ছে। ভয়ের পাশাপাশি অসংলগ্ন কথাও বলছে রাজ্যের শাসক দল। ভোট নিয়ে তারা মিথ্যে কথা বলছেন বলে অভিযোগ করেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী। ধর্মেন্দ্র প্রধান এও জানিয়েছেন, “তৃণমূল নেত্রী বলছেন বিজেপি বহিরাগত নিয়ে এসেছে। যদি তাঁর কাছে এর কোনোরকম প্রমাণ থাকে তাহলে তাদের জেলে পুরে দিন। আসলে তিনি পারবেন না”। তাই মিথ্যে কথা বলে ভোটারদের প্রভাবিত করতে চাইছেন বলে অভিযোগ করেছেন ধর্মেন্দ্র প্রধান।