ট্রাকে আগুন লাগাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়
বুদ্ধদেব পাত্রঃ পুরুলিয়াঃ পুরুলিয়ার মফঃস্বল থানার পুরুলিয়া-বাঁকুড়া সংলঘ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের বিরগিরি গ্রামের অদূরে একটি পেট্রোল পাম্পের সামনে হঠাৎ একটি ট্রাকে আগুন লেগে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু কি কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুরুলিয়া মফঃস্বল থানার পুলিশ।
আচমকা পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়ায় এলাকায়। তবে দমকলবাহিনী পৌঁছাতে দেরী হলে মুহূর্তেই বড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারত। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি। প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।