চয়ন রায়ঃ পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ব্রজমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ে ভোট দিতে গিয়ে ভোট না দিয়ে ফিরে যেতে হলো স্বামী-স্ত্রীকে। কারণ তারা মৃত বলে ভোটার লিস্টে উল্লেখ রয়েছে।
https://www.youtube.com/watch?v=oW3WFmblNbs
জানা যায়, নন্দীগ্রামের বাসিন্দা সুভাষচন্দ্র পট্টনায়েক ও তার স্ত্রী নিবেদিতা পট্টনায়েক ব্রজমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬৯ A বুথের ভোটার। সকাল বেলা লাইন দিয়ে বুথ কেন্দ্রে ঢুকে দুজনেই জানতে পারেন, ভোটার লিস্টে তারা মৃত। তাই তারা ভোট না দিয়ে বাইরে বেরিয়ে আসতে হয়।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=foyeIBlwfSI
কিন্তু ভোটকেন্দ্রের বাইরে বেরিয়ে এসে দলীয় বুথ ক্যাম্পে গিয়ে ওই দম্পতি দেখেন যে তাদের ভোটার লিস্টে কোনো মৃত বলে লেখা নেই। যা নিয়ে সংশয় পড়েছেন সুভাষ বাবু এবং তার স্ত্রী দু’জনেই।