তৃণমূলের হুমকির ভয়ে আত্মহত্যা বিজেপি কর্মীর
চয়ন রায়ঃ পূর্ব মেদিনীপুরঃ তৃণমূলের হুমকির ভয়ে আত্মহত্যা করলেন একজন বিজেপি কর্মী। এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বাখুয়াবাড় গ্রামে।
আজ ভোর বেলা এই বাখুয়াবাড় গ্রামের ২৮ নং বুথের বাসিন্দা উদয়শংকর দোবে ভোটের দিন নিজের বাড়িতেই গলায় দড়ি দেন। এই ঘটনায় এলাকা জুড়ে তুমুল উত্তেজনা রয়েছে। ঘটনাটির জেরে শোকাহত তার সমগ্র পরিবার।
বিজেপি কর্মীরা বাড়িতেই তার শবদেহ রেখে বিক্ষোভ দেখায়। তাদের দাবী, “পুলিশকে অপরাধীদের আটক করতে হবে। যেভাবে তৃণমূল সন্ত্রাস ছড়াচ্ছে আর তাতে ভোট দেওয়া সম্ভব নয়। এছাড়া ভোট দিতে গেলেই এই ভাবেই মরতে হবে”।