সাত সকালেই ভোট দিলেন শুভেন্দু অধিকারী
চয়ন রায়ঃ পূর্ব মেদিনীপুরঃ আজ ১ লা এপ্রিল রাজ্য জুড়ে দ্বিতীয় দফার ভোট পর্ব চলছে। পূর্ব মেদিনীপুরের ময়না, চণ্ডীপুর, তমলুক, নন্দীগ্রাম, হলদিয়া, নন্দকুমার, মহিষাদল, পাঁশকুড়া-পূর্ব, পাঁশকুড়া-পশ্চিমে ভোট। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, ডেবরা, পিংলা, সবং, কেশপুর, চন্দ্রকোনা, দাসপুর, খড়গপুর, নারায়ণগড়ে ভোটগ্রহণ। বাঁকুড়ার ওন্দা, ইন্দাস, বড়জোড়া, বিষ্ণুপুর, কোতুলপুর, তালডাংরা, সোনামুখীতে নির্বাচন। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, সাগরেও চলছে ভোটগ্রহণ। মোট ১৯ হাজার ৩০০ কোম্পানি মোতায়েন করা হয়েছে।
এলাকায় এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। আজ এই নন্দীগ্রামেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির শুভেন্দু অধিকারীর লড়াই।
আর আজ সকাল সকাল ৭.৪০ মিনিটে নন্দীগ্রামের নন্দনায়েকবাড়ের ৭৬ নং বুথে ভোট দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।