‘জলঢোঁড়া নয় বেলে বোড়াও নয় এ জাত গোখরো’ বললেন মিঠুন চক্রবর্তী
সব্যসাচী মজুমদারঃ জলপাইগুড়িঃ “জলঢোঁড়া নয় বেলে বোড়াও নয় এ জাত গোখরো”। এই শব্দ মুখে নয় দেহের অঙ্গভঙ্গিতে বুঝিয়ে দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। জলপাইগুড়ির ধুপগুড়ি ব্লকের মাদারিহাট বিধানসভা কেন্দ্রে মনোজ টিগগার সমর্থনে ভোট প্রচারে এসে এই মন্তব্য করলেন।
বুধবার জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের মাদারিহাট বিধানসভার গয়েরকাটায় মিঠুন চক্রবর্তীর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। আর তাঁর জনসভায় জনজোয়ার ছিল চোখে পড়ার মতন।
বিজেপি সূত্রে জানা যায়, বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করার লক্ষে মিঠুন চক্রবর্তীর এই সভা ছিল। মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টীগগার সমর্থনে এই জনসভা অনুষ্ঠিত হয়েছিল।