অমিত মহন্তঃ দক্ষিণ দিনাজপুরঃ এবার বিজেপির ওবিসি মোর্চার জেলা সভাপতিকে মারধরের অভিযোগ ওঠে। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
জানা গেছে, গতকাল রাতে দক্ষিণ দিনাজপুর জেলার মাদারগঞ্জে বিজেপির ওবিসি মোর্চার জেলা সভাপতি রিন্টু সাহাকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রাতেই আহত রিন্টু সাহাকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এই ঘটনায় তৃণমূলের যোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
বিজেপি ওবিসি মোর্চার জেলা সভাপতি রিন্টু সাহা বলেন, “নিয়মিত ওই এলাকার কয়েকজন সমাজ বিরোধী এলাকায় দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে। এমনকি গতকাল রাতে আমাকে মারধরও করা হয়। তাদের পেছনে তৃণমূলের মদত রয়েছে বলে তিনি বলেছেন”।
Sponsored Ads
Display Your Ads Hereএই ঘটনা প্রসঙ্গে আবার দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বিনয় বর্মন জানালেন, “নির্বাচনের প্রাক্কালে বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে। এই ধরনের ঘটনাকে ধিক্কার জানাই”।
এই বিষয়ে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর সুভাষ চাকী জানিয়েছেন, “এই ঘটনায় তৃণমূলের কোনো যোগ নেই। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েছে। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের ঘাড়ে চাপাতে চাইছে”।