‘বাংলা নিজের মেয়েকেই চায়’ জানালেন কুনাল ঘোষ
দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ “মানুষকে বার্তা দেওয়ার কিছু নেই, মানুষ আমাদের বার্তা দিচ্ছে। বাংলা নিজের মেয়েকেই চায়”। দাবী তৃণমূল মুখপাত্র ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুনাল ঘোষের।
দ্বিতীয় দফার নির্বাচনের প্রচারের একেবারে শেষ দিনে তিনি বাঁকুড়ার কোতুলপুরের তৃণমূল প্রার্থী সঙ্গীতা মালিকের হয়ে রোড শোতে অংশ নিয়ে একথা জানান। একই সঙ্গে কুনাল ঘোষ আরো বলেন, “জীবনের সব অধিকার অটুট রাখার জন্য ভোট তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জীকেই। তাই বাংলা নিজের মেয়েকেই চায়। গ্রাম-গঞ্জ থেকে শহর সর্বত্র এই একই আওয়াজ উঠছে বলেও তিনি দাবী করেছেন”।
এদিন কোতুলপুরের তৃণমূল প্রার্থী সঙ্গীতা মালিকের সমর্থনে জয়পুরের চাতরা মোড় থেকে রাজগ্রাম পর্যন্ত রোড শো অনুষ্ঠিত হয়। কুনাল ঘোষের উপস্থিতিতে রোড শোয়ে প্রার্থী সঙ্গীতা মালিক সহ অসংখ্য তৃণমূল নেতা কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।