সব্যসাচী মজুমদারঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ি শহরতলীর মোহিত নগরের গোল ঘুমটি এলাকায় বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা ও কর্মীরা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবী জানিয়ে জাতীয় সড়ক অবরোধ করলেন। এদিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
https://www.youtube.com/watch?v=b8joiotT-wU
Sponsored Ads
Display Your Ads Hereবিজেপি অভিযোগ, “তৃণমূলের পায়ের নীচের মাটি সরে গিয়েছে। এই কারণে নিজেদের হার বুঝেই বিজেপি দলীয় পতাকা পুড়িয়ে দিচ্ছেন। এইভাবে বিজেপিকে আটকানো যাবে না”। এদিকে তৃণমূলের পাল্টা দাবী, “বিজেপি প্রার্থী ঘোষণার পরেই নিজেদের মধ্যে গণ্ডগোল প্রকাশ্যে এসেছে। পার্টি অফিস ভাঙচুর থেকে শুরু করে দলীয় নেতাদের ছবি পুড়িয়ে দেওয়ার ছবিও প্রকাশ্যে এসেছে”।
মোহিত নগরের ঘটনা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব বলে জানালেন যুব তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক অজয় সাহা। এদিকে বিজেপি জেলা সহ সভাপতি অলোক চক্রবর্তী বলেন, “মোহিত নগরে আমাদের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশন এবং থানায় অভিযোগ করেছি”।