বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো মিঠুন চক্রবর্তীর
দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ আজ প্রথম দফার নির্বাচনী প্রচারের শেষ দিন। আর শেষ প্রচারে মিঠুন ঝড় বাঁকুড়ার শালতোড়া বাজারে। বাঁকুড়ার শালতোড়া বিধানসভার বিজেপি প্রার্থী চন্দনা বাউরীর সমর্থনে শেষ প্রচারের দিন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী রোড শোতে অংশ নিলেন।
এদিন শালতোড়া সেন্টিনারি কলেজ হেলিপ্যাডে এসে পৌঁছায় মিঠুন চক্রবর্তীর হেলিকপ্টার। এরপর বিশিষ্ট অভিনেতা শালতোড়া সেন্টিনারি কলেজ হেলিপ্যাড থেকে হুডখোলা গাড়িতে চেপে রোড শোতে অংশ নেন।
তিনি হেলিকপ্টার থেকে নেমেই কলেজ গ্রাউন্ড থেকে রোড শো শুরু করেন। শালতোড়া বাজার ঘুরে শালতোড়া বিডিও অফিসের কাছে শেষ হয় দেড় কিলোমিটারের এই রোড শো। তারপর মিঠুন চক্রবর্তী হেলিকপ্টারে করে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন। এই রোড শোকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। বিশিষ্ট এই অভিনেতাকে একবার চোখের দেখা দেখতে উৎসাহী মানুষজন আজ ভিড় জমিয়েছিলেন শালতোড়া বাজার এলাকায়।