ফের মদন মিত্রকে ডেকে পাঠালো ED
চয়ন রায়ঃ কলকাতাঃ আজ সকাল বেলা ED (Enforcement Directorate) এর তরফ থেকে বিধান নগর সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় বিধানসভা নির্বাচনের কামারহাটি থেকে তৃণমূল প্রার্থী মদন মিত্রকে। সকাল বেলায় তিনি সেখানে পৌঁছে যান।
পরে তিনি সাংবাদিকদের জানান, “আগেও তাকে ED ডেকে পাঠিয়েছিল। তিনি উপস্থিতও হয়েছিলেন। তিনি ED কে সবরকম ভাবে সহায়তা করবেন। আগেও তিনি ED কে সবরকম ভাবে সহায়তা করেছেন। আগামী দিনেও তা করবেন বলে জানান”।
এর পাশাপাশি ED তাঁর কাছে যে সমস্ত নথিপত্র চেয়েছে সেগুলো তিনি দেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে তিনি এও জানিয়ে দিয়েছেন যে, “ভোটের প্রচার চলছে তার মধ্যেও তিনি ED কে সবরকম সহায়তা করবেন”।