অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আবারও সিনেমায় সুযোগ করিয়ে দেওয়ার নাম করে তরুণীকে হোটেলে নিয়ে গিয়ে অশালীন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ শে ফেব্রুয়ারী একজন তরুণী বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে যে, তাকে সিনেমায় সুযোগ করিয়ে দেওয়ার নাম করে পাঁচ জন যুবক তার অশ্লীল ছবি তোলে। এরপর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ভাইরাল করে দেয়।
তারপর বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমে কলকাতা থেকে ওই পাঁচ জন যুবককে গ্রেপ্তার করে। এছাড়া তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইল সহ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। পুলিশী জিজ্ঞাসাবাদে তারা জানায় নিউটাউনের একটি হোটেল ভাড়া নিয়ে এই কাজ চলত। আর পরবর্তী সময়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হত।
আজ অভিযুক্তদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। এই ঘটনার পেছনে আর কেউ যুক্ত আছে কিনা তা পুরোপুরি খতিয়ে দেখচ্ছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।