হাতির হামলায় প্রাণ হারাল ১ ব্যক্তি
সব্যসাচী মজুমদারঃ জলপাইগুড়িঃ সোমবার বিকেলে নাগরাকাটা থেকে মুর্তি যাওয়ার রাস্তায় হাতির হামলায় মৃত্যু হল ১ জন ব্যক্তির।
পুলিশ সুত্রেই জানা যায়, মৃতের নাম নিরঞ্জন সরকার। বাড়ি লুকসানের রেল গেটে। জানা গিয়েছে যে, এদিন দুপুরে বাইকে চেপে নিরঞ্জন বাবু তার স্ত্রীকে নিয়ে ক্রান্তি গিয়েছিলেন। সেখান থেকে বিকেলে ফেরার পথে মুর্তির রাস্তা হয়ে নাগরাকাটা ফিরছিলেন। সেই সময় আচমকাই একটি হাতি রাস্তার উপরে চলে আসে। থতমত খেয়ে নিরঞ্জনবাবু বাইক দাঁড় করিয়ে দিলে তার স্ত্রী পিছন থেকে লাফিয়ে পালিয়ে যায়। আর তখনই নিরঞ্জনবাবুকে হাতিটি ধরে ফেলে। এরপর তাকে শুঁড় দিয়ে তুলে আছাড় মারে। যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তারপর খবর পেয়ে সন্ধ্যাবেলা খুনিয়া রেঞ্জ, মুর্তি রেঞ্জের বনকর্মীর ও নাগরাকাটা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। স্বামীর মৃত্যুতে একেবারে ভেঙ্গে পড়েছেন তার স্ত্রী।