নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার মানিকচক থানার এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মোমিনটোলা গ্রামে এক গৃহবধূকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠল স্বামী ও তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত গৃহবধূর নাম ফুলসানা বিবি। বয়স ২৮। গত ৮ বছর আগে রতুয়া থানার ভাদো গ্রামের জাইনুল শেখের কন্যা ফুলসানার সাথে এনায়েতপুরের মোমিনটোলা গ্রামের বাসিন্দা জিয়াউল আনসারির বিবাহ হয়। জিয়াউল পেশায় একজন দিনমজুর। তাদের তিনটি সন্তান আছে।
পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয় যে, বিয়ের পর থেকে ফুলসানা অশান্তির মধ্যে ছিল। কোনো কারণ ছাড়াই তার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন করা হত। এর জেরে গ্রামে বেশ কয়েকবার সালিশী সভাও ডাকা হয়। কিন্তু এরপরেও কোনো লাভ হওয়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
গতকাল রাতে তারা জানতে পারেন ফুলসানা বিষ খেয়েছেন। তারপর তাকে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই ফুলসানার মৃত্যু হয়।
তাদের অভিযোগ, “ফুলসানাকে শ্বশুরবাড়ির লোকেরা জোর করে কীটনাশক খাইয়ে মেরে ফেলেছে। এই ঘটনায় ফুলসানার পরিবারের তরফ থেকে মানিকচক থানায় তার স্বামী জিয়াউল আনসারী সহ শ্বশুরবাড়ির ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এই ঘটনায় জড়িত অভিযুক্তরা সকলেই পলাতক। ঘটনাটির তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ।