বাসের ধাক্কায় প্রাণ হারাল ১ সাইকেল আরোহী
সব্যসাচী মজুমদারঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির ২৭ নং জাতীয় সড়কে কোচবিহার থেকে শিলিগুড়িগামী একটি বাসের ধাক্কায় মৃত্যু হলো ১ জন সাইকেল আরোহীর। শুক্রবার জলপাইগুড়ির আসাম মোড় এলাকায় ঘটনাটি ঘটে। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয়রা তড়িঘড়ি আহত সাইকেল-আরোহীকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
জানা গেছে মৃত ব্যক্তির নাম রমেশ দাস। তার বাড়ি সঞ্জয় নগর। এই পথ দুর্ঘটনার জেরে জলপাইগুড়ি আসাম মোড় অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার পরই জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি, ওসি ট্রাফিক সহ ট্রাফিক পুলিশের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। এরপর পুলিশের আশ্বাসে ঘন্টাখানেক অবরোধের পর ওই অবরোধ উঠিয়ে নেওয়া হয়।