নিজস্ব সংবাদদাতাঃ রানাঘাটঃ নদীয়ার রানাঘাট এক নম্বর ব্লকের তারাপুর বাজারে আগুন লেগে একটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গেল।
আচমকাই গতকাল গভীর রাতে একটি দোকানে আগুন লাগে। এই ঘটনায় প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। ঘটনাটি ঘটার সময় এলাকা পুরোপুরি নির্জন ও জনশূন্য ছিল।
জানা যায়, এক ব্যক্তির তত্পরতায় স্থানীয় বাসিন্দারা ছুটে আসলে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। প্রাথমিক ভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ঘটনাস্থলে দমকল বাহিনীর একটি ইঞ্জিন উপস্থিত হয়। কিন্তু ততক্ষনে পুরোপুরি দোকান সহ দোকানের জিনিসপত্র ভস্মীভূত হয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Hereএরপর ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। তবে আগুন লাগার কারণ জানা না গেলেও পুলিশের তরফ থেকে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় একেবারে ভেঙে পড়েছেন দোকানের মালিক।