মদ্যপ অবস্থায় লঞ্চের ওপর থেকে ঝাঁপ ১ যুবকের
স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ লঞ্চের উপর থেকে একজন মদ্যপ যুবক মাঝ গঙ্গায় ঝাঁপ দিল। এটি নদীয়ার শান্তিপুর গুপ্তিপাড়া ফেরিঘাটের ঘটনা। আত্মঘাতী যুবকের নাম বুবাই ঘোষ। বয়স ২৩। তার বাড়ি শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের চুনুড়ি পাড়া এলাকায়।
জানা গেছে, বেশ কিছুদিন আগে বুবাই এলাকায় দেনার দায়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। তার বাড়িতে বারবার পাওনাদারেরা তাগাদায় আসছিল। সেই কারণে কিছুদিন ধরে বুবাই মানসিক অবসাদে ভুগছিল। শনিবার বিকেল নাগাদ পাওনাদারদের দেনা মেটানোর জন্য তার দাদার কাছ থেকে টাকা আনতে যাওয়ার পর থেকে সে আর বাড়িতে ফেরেনি।
প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায়, “গতকাল আনুমানিক রাত ৯ টা ৩০ মিনিটে নাগাদ ওই যুবক শান্তিপুর গুপ্তিপাড়া ফেরি ঘাটে লঞ্চের মদ্যপ অবস্থায় ওঠার পরেই হঠাৎই গঙ্গায় ঝাঁপ দেন। ঘটনাটি ফেরিঘাটের পাশে থাকা দু-একজনের নজরে আসে। তারাও তড়িঘড়ি গিয়ে দেখে ছেলেটি গঙ্গায় ঝাঁপ দিতেই গঙ্গায় তলিয়ে যায়।
এরপরই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে পৌঁছায়। এরপর ডুবুরি নামিয়ে গঙ্গায় তলিয়ে যাওয়া ওই যুবকের তল্লাশি শুরু করে শান্তিপুর থানার পুলিশ। কিন্তু এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন যুবকের পরিবারের লোকজন।