নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিবস উপলক্ষ্যে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক রাজ্যের সমস্ত মহিলা স্বনির্ভর গোষ্ঠীদের আরো শক্তিশালী করতে একটি নতুন দপ্তর গঠনের ঘোষণা করেন। এই নতুন দপ্তরের নাম ‘মিশন শক্তি’।
মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সভাপতিত্বে ওড়িশা সরকারের মন্ত্রীসভা এই নতুন দপ্তর গঠনের সিদ্ধান্তে সিলমোহর দেয়। এই দপ্তরের অধীনে মিশন শক্তি অ্যান্ড ওড়িশা লাইভলিহুড মিশন নামক একটি ডিরেক্টোরেটও শুরু করা হয়েছে।
এই প্রসঙ্গে সরকার পক্ষের একজন আধিকারিক বলেছেন, “এই নতুন দপ্তরটি স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরো মজবুত করবে। এই দপ্তর শহর ও গ্রামীণ এলাকাতে সমান ভাবে কাজ করবে। এর ফলে মহিলারা অনেকটাই উপকৃত হবেন এবং স্বনির্ভর হয়ে উঠবেন। আর তারা এই দপ্তরের তরফ থেকে নানাভাবে সহযোগীতা পাবেন”।
গত ২০২০ সালের ৮ ই মার্চ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এই সংক্রান্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার সেই ঘোষণার এক বছরের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করলেন।