সব্যসাচী মজুমদারঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়িতে রাজগঞ্জ ব্লকের ভান্ডিবাড়ি এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ জন বাইক আরোহীর। দুর্ঘটনার পর স্থানীয়রা যুবকদের চিনতে না পারলেও ফেসবুক লাইভ দেখে মৃতদের শনাক্ত করলেন তার পরিচিতরা।
জানা যায়, মৃতরা অজিত রায় (২৮) ও উদ্ধব রায় (২০)। তারা দুজনেই পানিকৌড়ি অঞ্চলের বাসিন্দা।
দুজনে একই সাথে কাজ করে সংসার চালাতেন। গতকাল রাতে তারা দিনমজুরের কাজ সেরে বাইকে চেপে চেউলিবাড়ি এলাকায় কাজ করতে গিয়েছিলেন। ফেরার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বাড়ি ফেরার সময় স্থানীয় ভান্ডিবাড়ি স্কুলের সামনে তাদের বাইক নিয়ন্ত্রণ হারায়। এরপর বাইকটি সজোরে ধাক্কা মারে একটি কাঁঠাল গাছে।
Sponsored Ads
Display Your Ads Hereদুর্ঘটনায় খবর শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। এরপর রাজগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হয়। কেউ যুবকদের চিনতে পারছিল না। এরপর স্থানীয় যুবকরা ঘটনাটিকে ফেসবুক লাইভে তুলে ধরে। সেইসময় ফেসবুক লাইভটি পানিকৌড়ি অঞ্চলের স্থানীয় পঞ্চায়েতের স্বামী হানিসুর ইসলাম দেখেন। তখনই তিনি তার এলাকার যুবকদের চিনতে পারেন। স্থানীয় দুই যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।