মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১
সব্যসাচী মজুমদারঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ি সদরব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ১ জন ব্যক্তির। মৃত ব্যক্তির নাম জয়নুল হক (৫৫)। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সুত্রে খবরের ভিত্তিতে জানা যায়, বৃহস্পতিবার রাতে সাইকেলে করে জয়নুল হক বাড়ি ফিরছিলেন। নিজের বাড়ির সামনে যেতে না যেতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতিতে একটি মোটরবাইক ধাক্কা মারে জয়নুল বাবুর সাইকেলে। সেখানেই তিনি রাস্তায় লুটিয়ে পড়ে যায়।
তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত জয়নুল হককে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জয়নুলকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে বাইক চালকও গুরুতর আহত হয়েছেন। তাকেও জলপাইগুড়ির একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ওই ঘাতক বাইকটিকে আটক করেছে৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতয়ালী থানার পুলিশ।