ভাইয়ের হাতেই ছুরিকাঘাতে মৃত্যু হলো ১ ব্যক্তির
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ বৃহস্পতিবার শিলিগুড়ির শান্তিনগর এলাকায় প্রকাশ্যে রাস্তাতে একজন ব্যক্তি খুন হলেন। জানা গেছে, পারিবারিক বিবাদের জেরে নিজের পিসতুতো ভাইয়ের হাতে শঙ্কর দাস নামে ওই ব্যক্তি খুন হলেন। ঘটনার পর থেকে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
ঘটনার পর আশিঘর ফাঁড়ির পুলিশ অভিযুক্তকে আটক করে। পরিবার সূত্রে জানা যায়, ধৃতের নাম সুরেশ দাস। এদিন সকালে শঙ্কর ওই এলাকায় চায়ের দোকানে চা খাচ্ছিলেন। সেই সময় আচমকাই তার আত্মীয় সুরেশ চাকু দিয়ে তার ওপর হামলা চালায়। স্থানীয়রা তার চিৎকার শুনে ছুটে আসেন। এরপরই শঙ্করকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। যদিও সে রাস্তাতেই মারা যায়।
এরপর এলাকা থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এসিপি ইস্ট শুভেন্দ্র কুমার জানান, “কি কারণে খুন করা হয়েছে? তার তদন্ত চালানো হচ্ছে। এছাড়া অভিযুক্তকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। অন্যদিকে ঘটনাস্থল সংলগ্ন এলাকা থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এমনকি স্থানীয়দের অভিযোগ সবসময় সুরেশ নেশাগ্রস্ত অবস্থাতে থাকত”।