রাজ খানঃ বর্ধমানঃ বৃহস্পতিবার দুপুরে বর্ধমান শহরের ঢলদীঘি এলাকায় একটি বিদ্যুতের পোলে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বিদ্যুতের পোল থেকে আগুন ছিটকে এসে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের ছাদে পড়ে। সেখানেও আগুন ধরে যায়। যার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় দোকানদাররাই তড়িঘড়ি আগুন নেভানোর কাজে নেমে পড়েন। ঘটনাস্থলের উল্টো দিকের একটি পেট্রোল পাম্প থেকে অগ্নি নির্বাপক স্প্রে নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করেন স্থানীয়রাই। পরে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছালেও ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
Sponsored Ads
Display Your Ads Hereঅগ্নিকাণ্ডের ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, “খবর পেয়ে দমকল কর্মীরা আসলেও তারা অনেক দেরীতে পৌঁছেছে। সঠিক সময়ে আগুন নেভানো না গেলে বড়োসড়ো দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল। কারণ যে বিদ্যুতের পোলে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল তার পাশেই বেশ কয়েকটি দোকান ও বাড়ি ছিল।
জানা গেছে আগুন লাগার পর স্থানীয়রাই দ্রুত বিদ্যুতের ট্রান্সফরমারের জাম্পার নামিয়ে দেওয়ায় বড়োসড়ো দুর্ঘটনা এড়ানো গেছে।