নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সীতাপুর গ্রামে একটি পুকুর থেকে একজন যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা গ্রাম জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায় যে, গ্রামবাসীরা গ্রামের পাশে একটি পুকুরের মধ্যে একজন যুবকের ভাসমান দেহ দেখামাত্রই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। মৃত ব্যক্তির দেহে পচন ধরে যাওয়ায় তাকে গ্রামবাসীরা চিনতে পারেনি।
স্থানীয় বাসিন্দা শম্ভুনাথ শাসমল বলেছেন, “ধান সিদ্ধ করার জন্য পুকুরে ধান ভিজিয়ে রাখা হয়েছিল। আর সেই ধানের বস্তা পুকুর থেকে তুলতে গিয়ে দুর্গন্ধ পাওয়া যায়। এরপরই সন্দেহবশত চারদিকে নজর ঘোরাতেই এক ব্যক্তির পচা-গলা মৃতদেহ পুকুরের মধ্যে ভাসতে দেখা যায়। তারপর সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়”। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে মৃ্তদেহটি উদ্ধার করে।
Sponsored Ads
Display Your Ads Hereকিন্তু ওই যুবকের মৃত্যু হলো কিভাবে? তার প্রকৃত পরিচয় কি? আর এটি খুন না আত্মহত্যা? তার খোঁজে তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ।