দ্বিজেন্দ্রপ্রসাদ মুখোপাধ্যায়ঃ বীরভূমঃ বীরভূমে দুবরাজপুরের সাতকেন্দুরীর কাছে আলমবাবা মোড় থেকে পুলিশ ৩২ কেজি গাঁজা সহ ১ জনকে গ্রেপ্তার করল। ধৃতের নাম মলয় গড়াই। বাড়ি সদাইপুর থানার কালোসোনা গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় একটা ছোটো চারচাকা গাড়ি ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে দুবরাজপুরের দিকে আসছিল। দুবরাজপুর থানার পুলিশের কাছে আগেই খবর ছিল যে কত নাম্বার গাড়িতে গাঁজা আসছে। আর সেই মত পুলিশ প্রতীক্ষায় বসেছিল। ওই নম্বরের গাড়ি আসা মাত্রই পুলিশ পুরো গাড়িতে তল্লাশি শুরু করে। এরপরই গাড়ির ডিকি থেকে প্রায় ৩২ কেজি গাঁজা উদ্ধার হয় ও তৎক্ষণাৎ গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়।
Sponsored Ads
Display Your Ads Hereআজ ধৃতকে সিউড়ি আদালতে তোলা হবে। জানা গেছে এই গাঁজা ঝাড়খন্ড থেকে নিয়ে আসা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা এভাবেই ব্যবসা করছে। কিন্তু মূল অভিযুক্ত পলাতক হওয়ায় তাকে খুঁজছে পুলিশ। কতদিন ধরে তারা এই ব্যবসা করছে তাও জানার চেষ্টা চালাচ্ছে দুবরাজপুর থানার পুলিশ।