অমিত মহন্তঃ বালুরঘাটঃ ফরম্যাট প্রক্রিয়া বাতিল করে পিএফ, ইএসআই ও পেনশন সহ ন্যূনতম বেতন ২১ হাজার টাকার দাবী সহ মোট ১৩ দফার দাবীতে ডেপুটেশন প্রদান করল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ তারা বালুরঘাটের জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেন।
এদিন কয়েকশো আশা কর্মী প্রথমে বালুরঘাট শহরে মিছিল করে জেলাশাসক ভবনের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর তাদের একটি প্রতিনিধি দল জেলা শাসকের কাছে দাবীপত্র জমা দেন।
Sponsored Ads
Display Your Ads Hereপশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলা ইনচার্জ নমিতা মহন্ত বলেন, “ফরম্যাট প্রক্রিয়া বাতিল করে আশা কর্মীদের সরকারী কর্মচারী স্বীকৃতি প্রদান করতে হবে এবং নিয়ম বহির্ভূত বিভিন্ন কাজের পারিশ্রমিক আশা কর্মীদের দিতে হবে। শ্রম আইন অনুযায়ী দ্রব্যমূল্যের বৃদ্ধিতে ন্যূনতম ২১ হাজার টাকা বেতন দিতে হবে। তাদের এই সমস্ত দাবী মেনে না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে আশা কর্মী ইউনিয়নের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়”।