বিমল গুরুং এর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করল রাজ্য সরকার
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ বিধানসভা ভোটের আগে বিমল গুরুং এর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। তিন জেলার নিম্ন আদালতগুলিতে থাকা ৭০ টি মামলা ফিরিয়ে নেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে বিরোধীরা সমালোচনা করলেও শাসক দলের দাবী আদালতের মাধ্যমেই এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, মাসকয়েক আগে গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন সভাপতি বিমল গুরুং প্রকাশ্যে এসে জানান, “তাঁর তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কেই রাজ্যে মুখমন্ত্রী হিসাবে দেখার ইচ্ছে”। এর পাশাপাশি বিমল গুরুং বলেন, “তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলি প্রত্যাহার করার বিষয়”।
তবে খুন ও ইউএপিএ ধারায় যে মামলাগুলি করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়নি। এই প্রসঙ্গে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেছেন, “আইন দপ্তর বিষয়টি দেখছেন”। শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য জানিয়েছেন, “মোর্চা তো নামে। আসলে তো তৃণমূল কংগ্রেস এই দলটা চালনা করছে। আর মামলা প্রত্যাহার করে নেবে বলেই তো বিমল গুরুং তৃণমূলের হয়ে কথা বলছেন। তবে এইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাঁর অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন না”।
পাহাড়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই কি বিমল গুরুং এর বিরুদ্ধে এই মামলা প্রত্যাহার করা হলো? জল্পনা রাজনৈতিক মহলে।