দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ সাত সকালেই বড়োসড়ো দুর্ঘটনা বাঁকুড়ার ওন্দা থানার কালিসেন এলাকায় ঘটে যায়। আজ সাত সকালেই ৬০ নম্বর জাতীয় সড়কের উপর কালিসেনের কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকে একটি ইনোভা গাড়ি সজোরে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। ধাক্কার তীব্রতা এতোটাই ছিল যে ইনোভা গাড়িটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। এই দুর্ঘটনায় ইনোভা গাড়ির চালক সহ মোট ৬ জন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ গাড়ির দরজা কেটে আহত যাত্রীদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠানো হলে ১ জন যাত্রীকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা।
Sponsored Ads
Display Your Ads Hereসূত্রের খবর অনুযায়ী জানা গেছে, মৃত এবং আহতরা সকলেই কলকাতা থেকে বাঁকুড়ার শুনুকপাহাড়ির গোরুহাটে যাচ্ছিলেন। এই দুর্ঘটনার জেরে ৬০ নম্বর জাতীয় সড়কে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে রাস্তা থেকে সরিয়ে দিলে ৬০ নম্বর জাতীয় সড়কে ফের যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।