রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন বোমার আঘাতে গুরুতর জখম
কৌশিক অধিকারীঃ মুর্শিদাবাদঃ বুধবার রাতে মুর্শিদাবাদ জেলাতে নিমতিতা ষ্টেশন কাছে বোমার আঘাতে গুরুতর জখম হলেন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। তাঁর উপর বোমার হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। বর্তমানে তাঁকে চিকিৎসা জন্য গুরুতর জখম অবস্থায় জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বুধবার রাতে জাকির হোসেন কলকাতা যাওয়ার জন্য তিস্তা তোর্সা এক্সপ্রেস ধরবে বলে নিমতিতা ষ্টেশনে যাচ্ছিলেন। নিমতিতা ষ্টেশনে তাঁর এসকট গাড়ি থেকে নামার পরেই তাঁর উপর বোমার হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় জাকির হোসেন সহ বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। সবাইকে জখম অবস্থায় চিকিৎসার জন্য জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইতিমধ্যেই অভিযোগ উঠেছে যে পুর্ব পরিকল্পিত ভাবে এই বোমা হামলা চালানো হয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন আর নির্বাচনের আগে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হলো মুর্শিদাবাদ জেলার নিমতিতা এলাকায়।
গোটা ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় সমগ্র মুর্শিদাবাদ জুড়ে।