পুলিশ কমিশনার পদে নিযুক্ত হলেন সৌমেন মিত্র
চয়ন রায়ঃ কলকাতাঃ এবার অনুজ শর্মার কাছ থেকে দায়িত্ব বুঝে নিলেন কলকাতা পুলিশের নতুন পুলিশ কমিশনার সৌমেন মিত্র। আজ সোমবার কলকাতার লালবাজারে প্রাক্তন পুলিশ কমিশনার অনুজ শর্মা নতুন পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে দায়িত্ব বুঝিয়ে দেন।
ভোটের মুখে কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের পদে রদবদল ঘটায় সৌমেন মিত্রকে দায়িত্ব দেয় রাজ্য সরকার। প্রসঙ্গত বলা যায়, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আগে একবার সৌমেন মিত্র কলকাতার সিপি হয়েছিলেন। অবশ্য ভোট মিটতেই তাঁকে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার সরিয়ে দিয়েছিল। এরপর তাঁকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাঠিয়ে দিয়েছিল। দীর্ঘ কয়েক বছর পর ফের তাঁকেই গুরুত্বপূর্ণ পদে বসালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পুলিশ কমিশনার পদে নিয়োজিত হয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হলেন সৌমেন মিত্র।