বাজেট পেশ নিয়ে কৈলাস বিজয়বর্গীয়ের মন্তব্য
পিঙ্কি পালঃ কলকাতাঃ আজ কেন্দ্রীয় বাজেট পেশের পর রাজনৈতিক মহল থেকে বিরোধীরা যেমন কটাক্ষ করছে তেমনই গেরুয়া শিবির এই বাজেট পেশকে প্রশংসার চোখে দেখছেন। তারা জানান, এই বাজেটে রাজ্যের মানুষ সহ দেশের মানুষও উপকৃত হবেন। বাজেটে রাজ্যের জন্য অর্থ বরাদ্দকে স্বাগত জানিয়েছে পদ্ম শিবির।
আজ কলকাতা বিমানবন্দরে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ইন্দোর থেকে কলকাতা বিমানবন্দরে এসে বাজেট অধিবেশন নিয়ে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সেখানে কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, “বাংলার বিকাশের জন্য প্রধানমন্ত্রী ২৫ হাজার কোটি টাকার বরাদ্দ করেছেন। তার জন্য প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই। কেন্দ্রীয় সরকার রাজ্যের দরিদ্র মানুষের কথা ভাবেন। বাংলার উন্নতির জন্য কেন্দ্র যে উদার মনোভাব নিয়ে থাকে তা আজ ফের প্রমাণ হলো। পশ্চিমবাংলার একাধিক বিকাশ যোজনা ও সোনার বাংলা গঠন করার জন্য মার্গ তৈরি করেছেন প্রধানমন্ত্রী”।
তবে সমালোচকরা রাজ্যের খাতে টাকা বরাদ্দকে আসন্ন বিধানসভায় নিজেদের জায়গাকে প্রতিষ্ঠা করার টোপ হিসেবে দেখছেন। যা নিয়ে রাজ্য-রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে।