পিঙ্কি পালঃ কলকাতাঃ করোনা সময়কালীন পরিস্থিতিতে রেশনডিলাররাও করোনা যুদ্ধে সামনের সারিতে থেকে তাদের কাজ করে গেছেন।
তাই এবার তাদের সুবিধার্থে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডেরেশানের ‘অন্নে অনন্যা বাংলা’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই রাজ্যের রেশন ডিলারদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করলেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “রেশন ডিলারদের লাইসেন্স নবীকরণের সময় ১ বছর থেকে ৩ বছর বাড়িয়ে করা হচ্ছে। আর নতুন করে যারা রেশন ডিলারশিপ পাওয়ার জন্য আবেদন করছেন, তাদের কার্যনির্বাহী মুলধন ৫ লক্ষ টাকা থেকে কমিয়ে ২ লক্ষ টাকা করা হচ্ছে। এর পাশাপাশি যদি এবার থেকে রাজ্যের কোনো রেশন ডিলার কর্মরত অবস্থায় প্রয়াত হন, সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে ২ লক্ষ টাকা অনুদানও দেওয়া হবে”।
তৃণমূল সুপ্রিমোর এই ঘোষণায় বেজায় খুশি রাজ্যের রেশনডিলাররা।