ব্যুরো নিউজঃ চিনঃ বিমান সংস্থার পক্ষ থেকে জারি করা নিয়ম অনুযায়ী বিমানে উড়তে গেলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। তার মধ্যে রয়েছে নির্দিষ্ট মাত্রায় মালপত্র বহন করা। নির্দিষ্ট মাত্রার বেশী হলে বেশী টাকা ধার্য করা হবে।
এবার দক্ষিণ চিনের ইউনান প্রদেশে ৪ জন চিনা যুবকের ব্যাগের সাথে একটি বাক্স ভর্তি ৩০ কেজি কমলালেবু ছিল। কিন্তু বিমানবন্দরে পৌঁছে তারা জানতে পারেন তাদের কাছে নির্দিষ্ট পরিমাণের বেশী জিনিসপত্র হওয়ায় তাদেরকে অতিরিক্ত ৩০০ ইউান যা ভারতীয় মুদ্রায় ৩৩৮৪ টাকা বেশী দিতে হবে।
তবে তারা বিমানবন্দরে বসে অতিরিক্ত কোনো ভাড়া না দিয়েই মাত্র ৩০ মিনিটে ৩০ কেজি কমলালেবু খেয়ে নিজেদের মালপত্রের ওজন কমিয়ে ফেললেন। যা দেখে বিমান বন্দরের সকলেই হতভম্ব হয়ে যান।
তাদের মধ্যে ওয়াং নামের এক যুবক বলেছেন যে, “পুরো লেবু শেষ করতে ২০ থেকে ৩০ মিনিট সময় লাগে। তবে এত পরিমাণ কমলালেবু খাওয়ার পরে তাদের নানা রকম শারীরিক সমস্যা শুরু হয়। যার ফলে তাদের মুখে আলসার হয়ে যায় এমনকি তাদের কমলা লেবুর প্রতি খুব অরুচিও তৈরি হয়। আর সেই কারণ বশত তারা কোনোদিন জীবনে কমলালেবু খাবেন না”।