কৃষক আন্দোলনকে ঘিরে রণক্ষেত্র দিল্লি
নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ ২৬ শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবসের দিন এক নজির বিহীন ঘটনায় হতভম্ব দিল্লিবাসী৷ আজ সাধারণতন্ত্র দিবসের দিন কৃষি আইনের প্রতিবাদে সমগ্র দিল্লি জুড়ে ট্রাক্টর র্যালি শুরু হয়েছিল। এমনকি আজকের দিনে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকার পরিবর্তে কৃষকদের পতাকা লাগানো হয়েছে। আজ দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ট্রাক্টর মিছিলের সময় নির্ধারণ করা হয়েছিল। এরপরও কৃষকরা বহু জায়গায় পুলিশী ব্যারিকেড ভাঙতে উদ্যত হয়।
কৃষকরা পুলিশের ব্যারিকেড ভেঙে লালকেল্লার পাঁচিলে উঠে পড়ে। এমনকি বাস ভাঙচুরের মতো ঘটনাও ঘটে। আইটিও, অক্ষরধাম, ময়ূরবিহার সংলঘ্ন বিভিন্ন এলাকায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। র্যালি আটকাতে পাণ্ডবনগরে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। এই পরিস্থিতিতে সিঙঘু ও টিকরিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে। দ্বারকা, নজফগড় এবং জামা মসজিদের মেট্রোর গেটও বন্ধ করা হয়েছে। দিল্লির আইটিও এলাকায় ১ জন কৃষকের মৃত্যু হয়েছে।পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টিও ছোঁড়া হয়। এই ঘটনার জেরে কৃষকদের সঙ্গে পুলিশী ধস্তাধস্তিতে গাজিপুর সীমানায় ২ জন পুলিশ গুরুতর আহত হন। আর ট্রাক্টর উল্টে গিয়ে ১ জন কৃষকের মৃত্যু হয়েছে।
আজ রাত ১২ টা পর্যন্ত দিল্লির পাঁচটি এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।