নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ গতকাল নন্দীগ্রামে সভার পর আজ পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী। গত ২০১৯ এর পর আজ পুরুলিয়ার ২ নং ব্লকের হুটমুড়া ফুটবল গ্রাউন্ডে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করেছেন। মঞ্চে তাঁর সঙ্গে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ও উপস্থিত ছিলেন।
আজ শতাব্দী মঞ্চ থেকেই জানান, “আমাদের অভাব, অভিযোগ যাবতীয় আমরা দিদিকে বলব। বাইরের কাউকে বলতে দিতে দেব না”।
আজ মুখ্যমন্ত্রী জনসভা থেকে আদিবাসী মা, ভাই, বোনদের উদ্দেশ্যে জানিয়েছেন, ”পুরুলিয়াই প্রথম রাজ্য যেখানে প্রথম ভাষা আন্দোলন শুরু হয়। পুরুলিয়া বহিরাগতদের কাছে মাথা নত করেনি। আদিবাসীদের জন্য কাজ করেছে রাজ্য সরকার। ভোট নিয়ে পালিয়ে গিয়েছে দিল্লি। ভোটের আগে মন্ডা-মিঠাই, ভোটের পর কাঁচকলা। বিজেপি মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর। বিষাক্ত সাপ, এক ছোবলেই শেষ। বীরসা মুণ্ডাকে অপমান করেছে, অন্যের ছবিতে মালা দিয়েছে। একজন সিনেমা তৈরি করছেন আর তাকে বিজেপি ধমকাচ্ছে এত বড় ক্ষমতা। রাজ্যে এমন করলে মুখে প্লাস্টার দিয়ে দেবে রাজ্যবাসী। আমার মিটিংয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বিজেপি। গ্রীষ্মে পুরুলিয়ার জলকষ্ট ঠেকাতে ব্যবস্থা নেব। পুরুলিয়ায় নতুন শিল্প গড়ে উঠবে। যার ফলে প্রচুর কর্মসংস্থান হবে। সবুজসাথীতে দেওয়ার জন্য আরো ২০ লক্ষ সাইকেল কেনা হচ্ছে। ট্যাবলেটের টাকা কিছুদিনের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকে যাবে। ছাত্র যৌবন বাংলাকে বেচতে দিও না। স্বাধীন বাংলার নাগরিক আমরা। আমরা মাথা বিক্রি করব না”।
Sponsored Ads
Display Your Ads Hereআর আজ খেজুরির হেঁড়িয়াতে শুভেন্দু অধিকারী পাল্টা সভা করলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিপরীতে নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন। ফলে রাজ্য রাজনীতিতে এক তুমুল ঝটকা দেখতে চলেছে সামগ্র রাজ্যবাসী।