নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বীরপাড়া চা বলয়ের দলমোড় চা বাগানের নালা থেকে একটি দেড় বছর বয়সের জখম চিতাবাঘিনীকে উদ্ধার করা হয়েছে। এমনকি তার চোখেও গুরুতরভাবে জখম লেগেছে। ওই আহত চিতাবাঘিনীটিকে উদ্ধার করে জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন্যপ্রাণ সংরক্ষকের দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।
বর্তমানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার চিকিত্সা করা হচ্ছে। বনদপ্তর চিকিৎসকদের সহায়তায় ওই চিতাবাঘিনীকে সুস্থ করে ডুয়ার্সের দক্ষিণ খয়েরবাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর চিন্তা-ভাবনা করেছে।
প্রাথমিকভাবে বনদপ্তরের পক্ষ থেকে অনুমান করা হয়েছে যে, হয়তো কোনো কারণে অসাবধানতাবশত চিতাবাঘিনীটি নালায়ে পড়ে গিয়েছে। তবে চিতাবাঘিনীটি অন্য কোনো ভাবে জখম হয়েছে কিনা সেই বিষয়টিও ভালোভাবে খতিয়ে দেখছে বনদপ্তরের কর্মীরা।